
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রানীগঞ্জ বিধানসভা দিয়ে পশ্চিম বর্ধমান জেলা ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হল আজ থেকে।
রানীগঞ্জ বিধানসভা রানিগঞ্জ ব্লকের কর্মী সভার মধ্য দিয়ে শুরু হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মী সভা। আজ রানিগঞ্জের লক্ষ্মীবাটিকা কমিউনিটি হলে এই কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,জেলা চেয়ারম্যান হরে রাম সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।।

রানীগঞ্জ বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের শপথ নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, আগামী লোকসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভার যে ওয়ার্ডগুলি পিছিয়ে আছে, সেগুলি জিতিয়ে ফিরিয়ে আনতে হবে।। রানীগঞ্জ ব্লকের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি বেঁধে দেবেন জেলা নেতৃত্ব।। যে ওয়ার্ডগুলি ভোটে পিছিয়ে আছে জবাবদিহি করতে হবে কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতি কে।।