
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রাস্তা বন্ধ করা নিয়ে চড়ম উত্তেজনা অন্ডালে। পাঁচিলের একাংশ ভেঙ্গে দিল উত্তেজিত জনতা । বুধবার ঘটনাটি ঘটে অন্ডালের খান্দরায়।

অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের শিবতলা থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়ে মিশেছে উখড়া গ্রামের সুকো পুকুর সংলগ্ন বিমান নগরীর রাস্তাতে । স্বল্প দূরত্বের হওয়ায় উখরা ও খান্দরা গ্রামের বহু মানুষ এই রাস্তাটি নিত্যদিন ব্যবহার করে । বুধবার রাস্তাটির সংযোগস্থল পাঁচিল দিয়ে ঘিরে দেয় বিমান নগরী কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় ক্ষোভ। যার জেরে ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে সেখানে পৌঁছায় উখরা ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করছি । সরকারি নথিতে এই রাস্তার কথা উল্লেখ রয়েছে । সরকারি রাস্তা এই ভাবে বন্ধ করে দিতে পারেনা বলে দাবি গ্রামীণদের। খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য বলেন বিডিওর সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছিল তিনি বলেছিলেন বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হবে । বিকল্প রাস্তায় পথ বাতি লাগানো হবে । কিন্তু প্রতিশ্রুতি পূরণের আগেই রাস্তাটি পাঁচিল দিয়ে বন্ধ করে দেওয়া হয় । সেই কারণে বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ।
বৃহস্পতিবার পুনরায় রাস্তা বন্ধ করার প্রচেষ্টা করলে প্রতিবাদ হবে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।