
বিজেপি সমর্থক এক পরিবার যোগ দিলো তৃণমূলে । মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর তৃণমূল কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়।

তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন । তিনি জানান এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় রসিকডাঙ্গা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী আকাশ বাউরি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা । বিজেপির সক্রিয় কর্মী হিসাবে নাকি এতদিন এলাকায় কাজ করতো আকাশ । তার পরিবারের সদস্যরাও ছিল বিজেপি সমর্থক । কয়েকদিন আগে রসিকডাঙ্গা এলাকার প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে । এদিনের যোগদান পর্বের পর গৌতম বাবু বলেন এলাকায় তৃণমূলের জমি আরো শক্ত হলো ।
অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আকাশ বাউরি বলেন দীর্ঘদিন ধরে বিজেপির কর্মী হিসেবে কাজ করেছি । কিন্তু দল উপযুক্ত সম্মান দেয়নি । উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করেনি দলের নেতারা । সেই কারণেই দল বদলের সিদ্ধান্ত বলে জানান তিনি । এই বিষয়ে বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি বলেন বিভিন্ন কর্মী ও সমর্থকেরা ভয়ে তৃণমূলে যোগদান করছে, তবে ২০২৬ এ পদ্ম ফুল ফুটবে রাজ্যে।