
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ফের দুর্ঘটনার কবলে পড়লো বালি বোঝায় লরির চালক। সৌভাগ্যবশত কোন প্রাণহানি হয়নি। ইসিএল এর জন্যই বেহাল হয়েছে রাস্তা আর সে কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে অন্ডালের শীতলপুর খোলা মুখ খনির কাছেই।

সূত্র মারফৎ জানা যায় শুক্রবারে পাণ্ডবেশ্বর নদী ঘাট থেকে বালি নিয়ে সিদুলির বালি বাঙ্কারের উদ্দেশ্যে ইসিএল এর বালি বোঝায় একটা লরি। শীতলপুরের ডায়মন্ড মোড় থেকে সিদুলি গামি রাস্তার ঠিক মাঝেই একটা বাঁক নিতে গিয়েই রাস্তার নিচে উল্টে যায় বালি বোঝায় লরিটি । সৌভাগ্যবশত উল্টে যাওয়ার আগেই লরির চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। যদিও ঘটনার পর চালক পলাতক। স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তি জানান, বর্ষাকালের জল পার করার জন্য রাস্তা খুঁড়ে নালা তৈরির করেছে ইসিএল। এর কারণে রাস্তার অবস্থা হয়েছে বেহাল। অথচ এই রাস্তার উপর দিয়ে এই বালি বোঝাই লরি প্রতিনিয়ত যাতায়াত করছে। যদি ইসিএল কর্তৃপক্ষ জল পার করার জন্য এই রাস্তা না খুঁড়ে পাইপ লাইন বসিয়ে দিত জল পার করার জন্য,তাহলে রাস্তার এমন খারাপ দশা হতো না এবং এরকম দুর্ঘটনাও ঘটতো না। তিনি বলেন এরকম দুর্ঘটনার জন্য পুরোপুরি ভাবেই ইসিএল এর গা ফেলতি রয়েছে। তবে সৌভাগ্যবশত আজ কারো প্রাণহানি হয়নি তবে এমনটা হতে থাকলে যে কোনদিন কোন মানুষের প্রাণ যেতে পারে এই রাস্তায় বলে স্থানীয়রা জানান।যদিও এই ব্যাপারে ইসিএলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।