
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও বীরত্বের প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক বিশাল ত্রিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই যাত্রায় প্রায় সোয়াথীনেক দলীয় কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে এই ত্রিরঙ্গা যাত্রার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয়।

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ফরিদপুর ব্লকের মাদারবনি কোলিয়ারি বাসস্ট্যান্ড থেকে ত্রিরঙ্গা যাত্রা শুরু হয়। এই যাত্রা পানশিউলি উচ্চ বিদ্যালয় মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা ও সমর্থন জানান।
যাত্রা শেষে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, “ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে তাদের অসাধারণ শৌর্য ও সাহসিকতার প্রমাণ দিয়েছে। তাদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা এই ত্রিরঙ্গা যাত্রার আয়োজন করেছি।” তিনি আরও জানান, গোগলা এলাকার বহু মানুষ পথের ধারে দাঁড়িয়ে এই যাত্রাকে সমর্থন জানিয়েছেন।
জিতেন্দ্র তেওয়ারি ফরিদপুর থানার পুলিশের ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, “আজ ফরিদপুর থানার পুলিশ আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী দিনেও আমরা পুলিশের কাছে এমনই নিরপেক্ষ ও সহযোগিতামূলক মনোভাব আশা করি।”
এই ত্রিরঙ্গা যাত্রা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং সেনাবাহিনীর প্রতি জনগণের শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দিয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।