বক্তানগর গ্রামের ৩২ জনকে অন্যায় ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গ্রামীণরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বক্তানগর গ্রামের ৩২ জন ব্যক্তিকে অন্যায় ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে, এবার অধিকার আদায়ের সদা সচেষ্ট ভূমিকা গ্রহণ করা ও দাবি পূরণ করিয়ে নেওয়ার জন্য সকল রকম ভাবেই আন্দোলনে সচেষ্ট থাকা, বক্তার নগর গ্রাম রক্ষা কমিটি, এবার দীর্ঘদিন পর খোলা হুগলি জুটমিল যা মঙ্গলপুর ইউনিটে গড়ে উঠেছে, সেই শিল্পকল কারখানায় এলাকার ৩২ জন কে কাজ থেকে সরিয়ে দেওয়া ও স্থানীয় যুব সদস্যদের কর্মসংস্থানের দাবি তুলে প্রতিবাদে সরব হল। শুক্রবার গ্রাম রক্ষা কমিটির সভাপতি জয়দেব খাঁ এর নেতৃত্বে এলাকারই গ্রাম রক্ষা কমিটির কয়েকশো সদস্য এলাকার উন্নয়নের জন্য ও বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হয়।

নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই জুটমিল থেকে পূর্বে মুনাফা অর্জনের জন্য মিল কর্তৃপক্ষ সচেষ্ট হলেও এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কোন পদক্ষেপ তারা গ্রহণ করেনি, একই সাথে এলাকার বহু যুবক পূর্বে এই সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে অনেকেরই সেই সংস্থায় কর্মসংস্থান নিয়ে সুনিশ্চিত কোন বার্তা দেওয়া হয়নি, উল্টে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৩২ জনকে। যা নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে, পূর্বে কর্মরত বেকারদের কর্মসংস্থান ও রিক্ত থাকা অতিরিক্ত পদগুলিতে কর্মসংস্থানের দাবি তোলে তারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে জয়দেব খাঁ ছাড়াও বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় অমিতাভ ঘোষাল, মৃত্যুঞ্জয় খাঁ, সহদেব ধীবর মন্টু ঘোষাল প্রমূখকে। এ দিনের এই বিক্ষোভ কর্মসূচির জেরে কারখানা কর্তৃপক্ষ এবার কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই জানতে উদগ্রীব বক্তানগর গ্রাম রক্ষা কমিটির সদস্যরা। তাদের দাবি এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না হলে তারা দীর্ঘ আন্দোলনের পথে যাবে।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *