চুরুলিয়ায় পিডিসিএল কয়লাখনিতে সিপিএমের ১১ দফা দাবিতে উত্তেজনা,বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

চুরুলিয়া, ১০ জুন ২০২৫: পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ায় পিডিসিএল কয়লাখনিতে স্থানীয়দের চাকরি, জমির বর্গাদার ও পাট্টাদারদের ক্ষতিপূরণ এবং অবৈজ্ঞানিক ব্লাস্টিং বন্ধের দাবিসহ ১১ দফা দাবিতে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সিপিএম কর্মীরা কয়লাখনির মূল গেটে মিছিল নিয়ে এসে ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রশাসন ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের একাংশ গেট ও পাঁচিল টপকে খনির ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা প্রথমে প্রতিরোধ করলেও পরে গেট খুলে দেয়। সিপিএম নেতৃত্বের দাবি, জমির বর্গাদার ও পাট্টাদারদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, স্থানীয় যুবকদের চাকরির সুযোগ এবং জয়নগরের কাছে অবৈজ্ঞানিক ব্লাস্টিং বন্ধ করাসহ তাদের ১১ দফা দাবি অবিলম্বে মানা হোক।
সিপিএম নেতা মনোজ দত্ত বলেন, “কয়লাখনির কারণে স্থানীয় মানুষ তাদের জমি হারিয়েছেন, কিন্তু তাদের কোনও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। চুরুলিয়ার হাটতলা, স্কুল, বিভিন্ন পাড়া অতিক্রমণ করবে এই কয়লা খনি কর্তৃপক্ষ । তার জন্য বিডিও অফিসে এবং ম্যারেজ হলে গোপন ভাবে তারা বৈঠক করছে। স্থানীয় পঞ্চায়েতের সদস্য সি পি এম পার্টি করে বলে তাদেরকে ডাকছে না। স্থানীয় মানুষজনকেও সেভাবে ডাকা হচ্ছে না বলে মনোজ দত্তের অভিযোগ। তিনি কড়া হুশিয়ারি দিয়ে বলেন এইভাবে চলতে দেওয়া যাবে না, এর জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম।। তিনি বলেন অবৈজ্ঞানিক ব্লাস্টিংয়ের ফলে পরিবেশ ও জনজীবন বিপর্যস্ত। আমরা এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।”
বিক্ষোভের শেষে সিপিএমের পক্ষ থেকে খনি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তবে, খনি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *