বার্নপুর রোডের বেহাল দশা: বিজেপির জনমত অভিযান, ৭ দিনের মধ্যে মেরামত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ১১ জুন, ২০২৫: আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় থেকে বার্নপুরের স্কোব গেট পর্যন্ত বার্নপুর রোড ও সেনরেল রোডের রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়।

মেশিন দিয়ে কয়েক কিলোমিটার রাস্তা খুঁড়ে ফেলা হলেও মেরামতের কাজ এখনও শুরু হয়নি। ফলে এই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার বার্নপুর রোডে বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে জনমত অভিযান শুরু হয়েছে।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “জুবিলি মোড় থেকে স্কোব গেট পর্যন্ত রাস্তাটি খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু মেরামতের কাজ এখনও শুরু হয়নি। এর ফলে প্রতিদিন ২৫টিরও বেশি দুর্ঘটনা ঘটছে। আমি আগেও পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি লিখে দ্রুত রাস্তার মেরামত শুরু করার অনুরোধ করেছিলাম, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা রাস্তায় নেমে জনমত সংগ্রহ শুরু করেছি। সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইছি, এই রাস্তার জন্য তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা তাদের স্বাক্ষর সংগ্রহ করছি।”
তিনি আরও জানান, যদি আগামী ৭ দিনের মধ্যে রাস্তার নির্মাণ কাজ শুরু না হয়, তাহলে বিজেপি ব্যাপক আন্দোলনের পথে হাঁটবে। উল্লেখ্য, এই রাস্তার নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। পুরনো রাস্তার উপরের আস্তরণ মেশিন দিয়ে চেঁছে ফেলা হয়েছে বেশ কিছুদিন আগে। আড্ডার তরফে জানানো হয়েছে, শীঘ্রই রাস্তার মেরামত কাজ শুরু করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার এই বেহাল দশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে রাতের বেলা রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে। একজন বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ। প্রশাসনের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”
বিজেপির এই জনমত অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাস্তার দুরবস্থার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। আগামী দিনে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সকলের নজর রয়েছে। তবে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেছেন ভালো কাজ হবে একটু সময় লাগবে।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *