আসানসোল ডিভিশনে নতুন রানিং লাইন চালুর জন্য ট্রেন পরিষেবায় ব্যাঘাত, বাতিল একাধিক ট্রেন

আসানসোল, ১৭ জুন, ২০২৫: আসানসোল মণ্ডলের কালী পাহাড়ি এলাকায় ডাউন দামোদর-কালী পাহাড়ি সেকশনে নতুন রানিং লাইন চালু করার জন্য আগামী ১৮ জুন, ২০২৫ (বুধবার) থেকে ২২ জুন, ২০২৫ (রবিবার) পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজ চলবে। এই কাজের জন্য ট্রেন পরিষেবায় বেশ কিছু পরিবর্তন ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের পরিষেবা আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এই পরিবর্তন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বাতিল ট্রেনের তালিকা:

১৮ জুন, ২০২৫ (বুধবার):

– ৬৩৫১৮ আসানসোল-বর্ধমান মেমু

– ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু

**১৯ জুন, ২০২৫ (বৃহস্পতিবার):**

– ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু

**২০ জুন, ২০২৫ (শুক্রবার):**

– ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু

– ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস

– ১৩৫০৪ হাটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস

**২১ জুন, ২০২৫ (শনিবার):**

– ৬৩৫১৩, ৬৩৫১১, ৬৩৫১৬, ৬৩৫১৭, ৬৩৫১৮, ৬৩৫২৪, ৬৩৫২৩ বর্ধমান-আসানসোল মেমু

– ৬৩৫২৭ দুর্গাপুর-আসানসোল মেমু

– ৬৩৫২৮ আসানসোল-দুর্গাপুর মেমু

– ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস

– ১২৩৮৩ সিয়ালদহ-আসানসোল সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস

– ১২৩৮৪ আসানসোল-সিয়ালদহ সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস

– ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস

– ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস

– ১৩৫০৩ বর্ধমান-হাটিয়া মেমু এক্সপ্রেস

– ১৩৫০৪ হাটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস

– ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

– ২২৩৮৮ ধানবাদ-হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

– ৬৩৫৫২ আসানসোল-অণ্ডাল মেমু

**২২ জুন, ২০২৫ (রবিবার):**

– ৬৩৫১৩, ৬৩৫০৬, ৬৩৫১৪, ৬৩৫১১, ৬৩৫১৬, ৬৩৫১৭, ৬৩৫১৮, ৬৩৫২৪, ৬৩৫২৩ বর্ধমান-আসানসোল মেমু

– ৬৩৫২৭ দুর্গাপুর-আসানসোল মেমু

– ৬৩৫২৮ আসানসোল-দুর্গাপুর মেমু

– ১২৩৪০ ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস

– ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস

– ১৩৫০৩ বর্ধমান-হাটিয়া মেমু এক্সপ্রেস

– ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

– ২২৩৮৮ ধানবাদ-হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

– ৬৩৫০৮ আসানসোল-বর্ধমান মেমু

– ৬৩৫৫২ আসানসোল-অণ্ডাল মেমু

### **আংশিক বাতিল ও সংক্ষিপ্ত পরিষেবা:**

**২১ জুন, ২০২৫ (শনিবার):**

– ৬৩৫১৯/৬৩৫২০ বর্ধমান-বোকারো স্টিল সিটি-বর্ধমান মেমু আসানসোলে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ফিরতি যাত্রায় আসানসোল থেকেই শুরু হবে। ফলে বর্ধমান ও আসানসোলের মধ্যে এই ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল থাকবে।

– ৬৩৫৪৯ বর্ধমান-আসানসোল মেমু অণ্ডালে সংক্ষিপ্তভাবে শেষ হবে। ফলে অণ্ডাল ও আসানসোলের মধ্যে এই ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল থাকবে।

**২২ জুন, ২০২৫ (রবিবার):**

– ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঝা-বর্ধমান মেমু আসানসোলে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ফিরতি যাত্রায় আসানসোল থেকেই শুরু হবে। ফলে আসানসোল ও বর্ধমানের মধ্যে এই ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল থাকবে।

– ৬৩৫১৯/৬৩৫২০ বর্ধমান-বোকারো স্টিল সিটি-বর্ধমান মেমু আসানসোলে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ফিরতি যাত্রায় আসানসোল থেকেই শুরু হবে। ফলে আসানসোল ও বর্ধমানের মধ্যে এই ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল থাকবে।

– ৬৩৫৪৯ বর্ধমান-আসানসোল মেমু অণ্ডালে সংক্ষিপ্তভাবে শেষ হবে। ফলে অণ্ডাল ও আসানসোলের মধ্যে এই ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল থাকবে।

Related Posts

‘রেলওয়ান’ অ্যাপ এখন হাতের মুঠোয় — বুকিং, ট্র্যাকিং, খাবার অর্ডার সব একসঙ্গে!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ১৩ নভেম্বর ২০২৫:ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে যাত্রীদের আরও উন্নত ও আধুনিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ শুরু করেছে এক বিশেষ সচেতনতামূলক অভিযান।…

Read more

ছট্ পূজায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দে নজর আসানসোল মণ্ডলের, উৎসবমুখর ভ্রমণের আশ্বাস!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ২৫ অক্টোবর ২০২৫ঃ আসন্ন ছট্ পূজা উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে পূর্ব রেলের আসানসোল মণ্ডল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মণ্ডলের আওতায় থাকা আসানসোল, জসিডিহ, মধ্যপুর, দুর্গাপুর প্রভৃতি…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *