আগুরি পাড়ায় মন্দি*র সংঘ*র্ষ নিরসনে কাউন্সিলর, বয়োজ্যেষ্ঠ ও প্রশাসনের হস্তক্ষেপ, ক্লাব সদস্যরা পিছু হটলেন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল,৭ জুলাই, ২০২৫: আসানসোলের আগুরি পাড়ায় ককয়েকদিন ধরে চলমান একটি মন্দিরের দেওয়াল সংক্রান্ত বিতর্ক শেষ পর্যন্ত সমাধানের দিকে এগিয়েছে। শ্রীশ্রী রামশঙ্কর দুর্গা মন্দিরের দেওয়াল ভাঙা ও লোহার গেট স্থাপনের বিষয়ে স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আগুরি পাড়ার স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতা ও স্থানীয় কাউন্সিলর উদয় রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বর হস্তক্ষেপের ফলে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ক্লাবের সদস্যরা পিছিয়ে যেতে বাধ্য হন।

ফটো ক্যাপশন :- এই গেট খুলে পুনরায় দেয়াল দিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, ক্লাবের সদস্যরা মন্দিরের দেওয়াল ভেঙে নিজেদের লোহার গেট স্থাপন করেছিলেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চড়ম অসন্তোষ জমে উঠেছিল। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর উদয় রায় নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে মন্দিরের দেওয়াল পুনর্নির্মাণ করায়। এবং ক্লাবের দেওয়া লোহার গেট সরিয়ে দেয়। ফলে মন্দিরের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মধ্যে খুশির সঞ্চার হয়েছে।
তবে এই সমাধান সত্ত্বেও এলাকায় চাপা উত্তেজনা রয়ে গেছে। স্থানীয় আগুরি পাড়ার বাসিন্দারা এখনো পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছেন। শ্রীশ্রী রামশঙ্কর দুর্গা মন্দিরের সদস্যরা, উদয় রায় ও স্থানীয় প্রশাসন সহ পাড়ার দায়িত্বশীল স্থানীয়রা এই বিষয়ে আরও নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছেন।

Related Posts

ADPC: দুর্গাপুরে কোক ওভেন থানার জালে ধরা পড়ল গাঁজা পাচারকারী চক্র: ৩৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৫

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা চরন মুখার্জি, দুর্গাপুর : দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের হাতে ধরা পড়েছে একটি গাঁজা পাচারকারী চক্র। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ৩৭ কেজি ৬৫০ গ্রাম…

Read more

আসানসোল দক্ষিণে জনসংযোগে অগ্নিমিত্রা পাল, অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা ও কর্পোরেশনের অভিযানে প্রশ্ন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা চরন মুখার্জি,রানিগঞ্জ: রবিবার, ছুটির দিনে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের গ্রামীণ এলাকা বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *