
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল, ১৬ জুলাই ২০২৫: আসানসোলের কৃতী সন্তান কুন্তল দাস জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া/প্যাসিফিক/আফ্রিকা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্বর্ণপদক জিতে ভারত তথা আসানসোলের নাম উজ্জ্বল করেছেন। ৬ থেকে ১৩ জুলাই জাপান পাওয়ারলিফটিং ফেডারেশনের আয়োজনে এবং আন্তর্জাতিক পাওয়ারলিফটিং ফেডারেশন ও এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় কুন্তল দাস ক্লাসিক (র) বেঞ্চ প্রেস ইভেন্টে ১২০ কেজি+ ওজন শ্রেণিতে এবং এম১ (৪০-৫০ বছর) বয়স বিভাগে অংশ নিয়ে ১৫০ কেজি উত্তোলন করে প্রথম স্থান অধিকার করেন।
কুন্তল দাস, যিনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) আইএসপি-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত, তার এই অসাধারণ কৃতিত্ব আসানসোলবাসীর জন্য গর্বের মুহূর্ত। তার এই সাফল্য কেবলমাত্র তার নিজের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল নয়, বরং তরুণ ক্রীড়াবিদদের জন্য একটি উৎসাহব্যঞ্জক উদাহরণ

এই কৃতিত্বের জন্য স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র কুন্তল দাসকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেছেন। এই সম্মাননা অনুষ্ঠানে আসানসোলের ক্রীড়াপ্রেমী সম্প্রদায়ের পক্ষ থেকে কুন্তলকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। অশোক রুদ্র বলেন, “কুন্তল দাসের এই জয় আমাদের শহরের ক্রীড়া ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার এই সাফল্য আমাদের সকলকে অনুপ্রাণিত করছে।”
কুন্তল দাস জানিয়েছেন, “এই জয় আমার জন্য একটি স্বপ্নের মতো। আমি আমার পরিবার, কোচ এবং আসানসোলের মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞ। এই পদকটি আমি আমার শহরকে উৎসর্গ করছি।” তিনি আরও বলেন, তিনি ভবিষ্যতেও এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পতাকা উড়িয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আসানসোলের ক্রীড়া সম্প্রদায় এবং সাধারণ মানুষ কুন্তল দাসের এই অসাধারণ কৃতিত্বে গর্বিত। তার এই সাফল্য তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।