
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পাণ্ডবেশ্বর, ১৭ জুলাই ২০২৫: “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” – এই উক্তিকে সার্থক করে তুললেন পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজনৈতিক গণ্ডি পেরিয়ে তাঁর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হল রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা অঞ্চলে অবস্থিত উর্বতন ওয়েলফেয়ার সোসাইটি নামক বৃদ্ধাশ্রমে। আজ থেকে এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য শুরু হল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা পাবেন হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসকদের পরামর্শ। এছাড়াও, ইসিজি, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হল।
এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমি পিতৃ-মাতৃহারা। আমার কাছে এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকে আমার মা-বাবার সমান। তাঁদের সেবা করা আমার কাছে পরম কর্তব্য। এই উদ্যোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি সম্পূর্ণভাবে আমার মানবিক ইচ্ছাশক্তি থেকে উদ্ভূত। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি তাঁদের পাশে থাকতে চাই।”
এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উর্বতন ওয়েলফেয়ার সোসাইটির একজন কর্মী জানান, “এই ধরনের পরিষেবা আমাদের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধায়কের এই উদ্যোগ তাঁদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।”
পাণ্ডবেশ্বরের এই উদ্যোগ কেবল চিকিৎসা পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই প্রয়াস অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে এলাকাবাসীর বিশ্বাস।