
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
১৯ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ীতে নুনীয়া ব্রীজের কাছে বৃহস্পতিবার দুপুরে ঘটেছে ঘটনাটি। মৃতদের নাম মোঃ মেরাজ (২৯) ও মোঃ কিসার (৩৯)। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ এর রনাই বাম্বা কলোনির বাসিন্দা মোঃ মেরাজ এবং হিল বস্তির বাসিন্দা মোঃ কিসার রানিগঞ্জের দিকেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় কাল্লা মোর দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি পিছন দিক থেকে তাদের বাইকটিকে ধাক্কা মারে। এর ফলে বাইকটি রাস্তার উপর উল্টে যায় এবং দুই আরোহী গুরুতর জখম হন।
খবর পেয়ে আসানসোল উত্তর ট্রাফিক পুলিশের ওসি আসরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি আসানসোল দক্ষিণ থানায় রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।