
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতির আসানসোল মহকুমা অনুমোদিত শাখা সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন’। শুক্রবার আসানসোলের বিবেকানন্দ সরনীতে অবস্থিত এক হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হওয়ার কথা জানান সংগঠনের সভাপতি উৎপল রায় চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক সুলতানিয়া, যুগ্ম সম্পাদক অমিত যাদব ও শ্যামল সামন্ত, সহ সম্পাদক শংকর মাহাতো এবং কোষাধ্যক্ষ তারক রজক।
সভাপতি উৎপল রায় চৌধুরী স্পষ্টভাবে জানান, সংগঠনের কার্ড ছাড়া কেউ কোনো চুক্তিতে অংশ নেবেন না। সমস্ত সদস্যকে সংগঠনের পক্ষ থেকে কার্ড দেওয়া হবে। ফলে অনুষ্ঠান আয়োজনের আগে কার্ড দেখে তবেই চুক্তি করতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।

তিনি আরও বলেন, আসানসোল মহকুমায় বর্তমানে প্রায় ৫০০ ডেকোরেটার্স রয়েছেন। সকলকেই সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।
শুধু তাই নয়, এই ফেডারেশনের মাধ্যমে শিক্ষিত বেকারদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান সভাপতি। এছাড়া আগামী দিনে ১১ জোড়া ছেলে-মেয়েদের গণবিবাহের ব্যবস্থার পরিকল্পনাও নেওয়া হয়েছে ফেডারেশনের তরফে।
উল্লেখযোগ্য, আগামী ২৯ ও ৩০ জুলাই আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতির জেলা সম্মেলন। সেদিন সবাইকে অনগত করানো হবে এই সমস্ত বিষয়ে।।