আসানসোল ক্লাব থেকে প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়ালের সদস্যপদ বাতিল, মামলা গড়ালো আদালত পর্যন্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের অন্যতম নামী সামাজিক সংস্থা আসানসোল ক্লাব লিমিটেড-এর কার্যনির্বাহী কমিটি প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়াল-এর ক্লাব সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ক্লাব কর্তৃপক্ষের দাবি, সোমনাথ বিসওয়ালকে একাধিকবার ডেকে তাদের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বারবার ডাকা সত্ত্বেও ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে উপস্থিত হননি। তাই শেষ পর্যন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে ক্লাবের সভাপতি অমরজিত সিং ভরারা, সহ-সভাপতি মনীশ বাগাড়িয়া, মাননীয় সম্পাদক শোভন নারায়ণ বসু, মাননীয় কোষাধ্যক্ষ মুরারিলাল আগরওয়াল-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা স্বাক্ষর করেন। ক্লাব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে সোমনাথ বিসওয়াল আর ক্লাবের কোনো অনুষ্ঠানে বা প্রতিনিধিত্বে থাকতে পারবেন না।

অন্যদিকে, সোমনাথ বিসওয়াল এই সিদ্ধান্তকে ভুয়া ও ফেক আখ্যা দিয়ে বলেছেন, যেহেতু বিষয়টি ইতিমধ্যেই আদালতে বিচারাধীন, তাই ক্লাব কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে তা তার বোধগম্য নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি মানবেন না এবং আদালতে এর বিরুদ্ধে লড়বেন।

ক্লাবের সভাপতি অমরজিত সিং ভরারা এবং সম্পাদক শোভন নারায়ণ বসু জানিয়েছেন, ক্লাবের স্ক্রিনিং কমিটি সোমনাথ বিসওয়ালের বিরুদ্ধে কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগ খুঁজে পেয়েছিল। তারপরে তাকে একাধিকবার নিজের বক্তব্য রাখতে বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো সহযোগিতা করেননি। সেই কারণে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতেই কার্যনির্বাহী কমিটি সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত থেকে অন্য কোনো নির্দেশ এলে তারা তা মেনে চলবে।

Related Posts

आसनसोल क्लब से पूर्व अध्यक्ष सोमनाथ बिस्वाल की सदस्यता समाप्त, विवाद कोर्ट तक पहुँचा

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल के प्रतिष्ठित सामाजिक संगठन आसनसोल क्लब लिमिटेड की कार्यकारिणी समिति ने पूर्व अध्यक्ष सोमनाथ बिस्वाल की सदस्यता को समाप्त कर दिया है। यह अहम…

Read more

আসানসোলের গর্ব কুন্তল দাস: জাপানে এশিয়া/প্যাসিফিক/আফ্রিকা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ১৬ জুলাই ২০২৫: আসানসোলের কৃতী সন্তান কুন্তল দাস জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া/প্যাসিফিক/আফ্রিকা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্বর্ণপদক জিতে ভারত তথা আসানসোলের নাম উজ্জ্বল করেছেন। ৬…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *