বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
চরন মুখার্জি, আন্ডাল :- পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এস টি এফ। বুধবার রাতে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আশরাফুল আনসারি ওরফে চানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১০টি ওয়ান শাটার বন্দুক এবং একাধিক জীবন্ত কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, এস টি এফ-এর কাছে আগেই গোপন সূত্রে তথ্য পৌঁছেছিল যে বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে পশ্চিম বর্ধমানে ঢোকার পরিকল্পনা করা হয়েছে। সেই খবরের ভিত্তিতেই নজরদারি চালাচ্ছিল তারা। বুধবার রাতে অন্ডাল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায় আশরাফুলকে। প্রথমদিকে তাকে বিশেষ সন্দেহ না হলেও, প্ল্যাটফর্ম ছেড়ে উখড়ার দিকে রওনা দিতেই পুলিশের চোখে পড়ে তার অস্বাভাবিক আচরণ। তখনই এস টি এফ সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে একগুচ্ছ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায় এস টি এফ। প্রাথমিক জেরায় আশরাফুল জানিয়েছে, বিহারের বাঁকা জেলা থেকে এই অস্ত্রশস্ত্র আনা হয়েছিল এবং অন্ডালের উখড়া এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে কারা এই সরবরাহ চক্রের সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়।
এস টি এফ সূত্রে জানা গেছে, চক্রটির সঙ্গে বৃহত্তর অপরাধী নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, পশ্চিম বর্ধমানসহ গোটা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বেআইনি অস্ত্র ব্যবসা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। এই ঘটনায় আবারও সামনে এল সীমান্তবর্তী রাজ্য বিহার থেকে বাংলায় অস্ত্র পাচারের বড় চক্রের সম্ভাবনা।
যদিও এস টি এফ-এর তরফে এখনো পর্যন্ত সরকারি ভাবে মুখ খোলা হয়নি। ধৃত আশরাফুলকে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা চেষ্টা করছেন অস্ত্র পাচার চক্রের মূল গডফাদার ও অন্যান্য সদস্যদের খুঁজে বের করার।
স্থানীয়দের দাবি, অন্ডাল রেল স্টেশন বহুদিন ধরেই অপরাধীদের লেনদেনের আড়াল হিসাবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত পুলিশি টহল এবং কড়া নজরদারি চালানো না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
বর্তমানে ধৃতকে আদালতে পেশ করা হবে এবং হেফাজত চেয়ে আবেদন জানাবে পুলিশ। তদন্তের স্বার্থে অন্য জেলায় গিয়ে তল্লাশি চালানোরও প্রস্তুতি নিচ্ছে এস টি এফ।।






