কাজাখস্তানের শ্যামকেন্তে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়ল আসানসোলের কিশোর শুটার অভিনব সাউ। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ব্যক্তিগত ও দলগত—দুই ক্ষেত্রেই সোনার পদক জিতেছে সে।

ব্যক্তিগত বিভাগে অভিনব ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশু—এই ভারতীয় ত্রয়ী ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে পরাস্ত করেছে শক্তিশালী চিনকে।
অভিনবের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। অভিনবের পরিবার-পরিজন ও বন্ধুদেরও অভিনন্দন জানাই। আগামী দিনে ও আরও সফল হোক—এই কামনা করি।”
এছাড়াও মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোলের মহানগরীক বিধান উপাধ্যায় এবং আসানসোল রাইফেল ক্লাবের পক্ষ থেকে বিরেন্দার ঢাল অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের সোনাজয়ের অনুভূতি জানাতে গিয়ে অভিনব বলেন, “যোগ্যতা অর্জন পর্বটা আমার খুব একটা ভালো যায়নি। তাই ফাইনালে পারফরম্যান্সে উন্নতি করার চেষ্টা করেছি। শেষ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।”
উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে এর আগে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এক ডজন পদক জিতেছে আসানসোলের এই কিশোর। এবারের সোনাজয় তার ক্রীড়া-জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে ধরা হচ্ছে।






