কাটোয়া থেকে আজিমগঞ্জ ও কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে চালু হচ্ছে ইএমইউ স্পেশাল ট্রেন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ বিশেষ উদ্যোগ নিল। কাটোয়া থেকে আজিমগঞ্জ এবং কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে প্রতিদিনের ভিত্তিতে দুটি জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা আগামী ২৫ আগস্ট, ২০২৫ থেকে চালু হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

তথ্যানুসারে, ৩৫০৬১ কাটোয়া–আজিমগঞ্জ ইএমইউ স্পেশাল প্রতিদিন সকাল ৯টা ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে ১১টা ২৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছাবে। অপরদিকে, ৩৫০৬২ আজিমগঞ্জ–কাটোয়া ইএমইউ স্পেশাল আজিমগঞ্জ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে রওনা দিয়ে ১টা ৪০ মিনিটে কাটোয়ায় ফিরবে।

অন্যদিকে, ৩৫০৪১ কাটোয়া–আহমেদপুর ইএমইউ স্পেশাল বিকেল ৩টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে বিকেল ৫টা ১৫ মিনিটে আহমেদপুরে পৌঁছাবে। ফেরার পথে, ৩৫০৪২ আহমেদপুর–কাটোয়া ইএমইউ স্পেশাল বিকেল ৫টা ৩০ মিনিটে আহমেদপুর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাটোয়ায় পৌঁছাবে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উভয় স্পেশাল ট্রেনই পথে সমস্ত স্টেশনে থামবে, যাতে সাধারণ যাত্রীরা সুবিধা পান। এর ফলে স্থানীয় যাতায়াত আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

রাজ্য নেতৃত্বের নির্দেশে চার পুরসভায় প্রশাসনিক বদল! দায়িত্বে এলেন নতুন মুখ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাজ্য নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার চারটি পুরসভায় বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। কাটোয়া, কালনা, দাঁইহাট এবং গুসকরা পুরসভায় পরিবর্তন এসেছে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে।…

Read more

পার্থ চৌধুরীর হাতে প্রকাশিত স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দক্ষিণবঙ্গের খ্যাতনামা গল্পকার ও সাংবাদিক স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’ প্রকাশিত হল নবমীতে। সাংবাদিক পার্থ চৌধুরী উদ্বোধন করেন বইটি। উপস্থিত ছিলেন…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *