আসানসোলের হীরাপুর থানার মানিক চাঁদ এলাকায় এক ভয়াবহ ও নৃশংস ঘটনা সামনে এল। রাতের অন্ধকারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে একাধিক পথ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সকালে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কুকুরের নিথর দেহ। দৃশ্যটি দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা।

1. আসানসোলে একাধিক পথ কুকুরকে বিষ খাইয়ে হত্যা, অভিযুক্ত বিকাশ মন্ডল গ্রেফতার
2. আসানসোলের হীরাপুরে পথ কুকুর খুনে চাঞ্চল্য, বিষ মিশিয়ে হত্যার অভিযোগ
3. আসানসোলে পথ কুকুর হত্যা কাণ্ড: অভিযুক্ত বিকাশ মন্ডলকে গ্রেফতার করে আদালতে পেশ পুলিশ
4. আসানসোলের মানিক চাঁদ এলাকায় পথ কুকুর খুন, অভিযুক্ত গ্রেফতার – ক্ষোভে ফুঁসছে এলাকা
5. আসানসোলে পথ কুকুর হত্যা মামলায় গ্রেফতার বিকাশ মন্ডল, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

পশুপ্রেমীদের অভিযোগ, এলাকার এক ব্যক্তির বাড়ির মুরগি খাওয়ার জেরেই প্রতিশোধপরায়ণ হয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটি কুকুরের দেহ উদ্ধার হলেও, এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকটি কুকুর। ক্ষোভে ফেটে পড়ে এলাকার পশুপ্রেমীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত বিকাশ মন্ডলকে গ্রেফতার করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা জানান, ধৃতকে ইতিমধ্যেই আসানসোল আদালতে পেশ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছেন পশুপ্রেমী তারাশঙ্কর নাগ। তাঁর কথায়, “নিরীহ প্রাণীদের এভাবে হত্যা অমানবিক। আমরা চাই অভিযুক্তের দ্রুত কঠোর শাস্তি হোক। সমাজের সবাইকে এই ঘটনার বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে।”
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সঙ্গে উঠেছে প্রশ্ন—নিরীহ প্রাণীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন কতটা সচেতন?






