বেলিয়াতোর থেকে দুর্গাপুরে নতুন রেললাইন প্রকল্পের পথে বড় অগ্রগতি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বেলিয়াতোর থেকে দুর্গাপুর পর্যন্ত নতুন রেললাইন তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদ সদস্য সৌমিত্র খাঁ-কে চিঠি দিয়ে জানিয়েছেন যে বেলিয়াতোর থেকে দুর্গাপুর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের জন্য ফাইনাল লোকেশন সার্ভে (FLS) অনুমোদন করা হয়েছে এবং কাজ শুরু হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী দিনে সার্ভে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, পরিকল্পনা এবং নির্মাণ কাজের দিকেও শীঘ্রই অগ্রসর হবে রেল দফতর।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৫ তারিখে বেলিয়াতোর–দুর্গাপুর রেললাইন নির্মাণের দাবি জানিয়ে সাংসদ সৌমিত্র খাঁ রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন মেলে।
এই নতুন রেললাইন চালু হলে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Related Posts

‘রেলওয়ান’ অ্যাপ এখন হাতের মুঠোয় — বুকিং, ট্র্যাকিং, খাবার অর্ডার সব একসঙ্গে!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ১৩ নভেম্বর ২০২৫:ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে যাত্রীদের আরও উন্নত ও আধুনিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ শুরু করেছে এক বিশেষ সচেতনতামূলক অভিযান।…

Read more

ছট্ পূজায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দে নজর আসানসোল মণ্ডলের, উৎসবমুখর ভ্রমণের আশ্বাস!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ২৫ অক্টোবর ২০২৫ঃ আসন্ন ছট্ পূজা উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে পূর্ব রেলের আসানসোল মণ্ডল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মণ্ডলের আওতায় থাকা আসানসোল, জসিডিহ, মধ্যপুর, দুর্গাপুর প্রভৃতি…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *