পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা: নতুন জেলা শাসক দপ্তর, পুলিশ কমিশনারেট ভবন উদ্বোধন ও কোটি টাকার প্রকল্প

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল/বর্ধমান, বাংলার জাগরন : পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নের নতুন দিশা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নবনির্মিত দপ্তর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ভবন। পাশাপাশি জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।


জানা গেছে, মোট ২৪টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। এর মধ্যে জেলা শাসকের নতুন ভবন তৈরিতে খরচ হয়েছে ২৯ কোটি টাকা এবং পুলিশ কমিশনারেট ভবনে খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পোন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, জেলার বিধায়ক, পৌর প্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানে আরও ২৩টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য বরাদ্দ হয়েছে ৫৫ কোটি টাকা। একইসঙ্গে ২০৫ জন উপভোক্তাকে পাট্টা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে মুখ্যমন্ত্রী নিজে বর্ধমানের সভামঞ্চ থেকে পাট্টা দেন। বাকি পাট্টা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সালানপুর, রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বর ব্লকে স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে।

জেলা শাসক এস পোন্নাবলম জানান, নতুন ভবনের ফলে এবার জেলা প্রশাসনের প্রায় সব অফিস এক ছাতার নিচে থাকবে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে উপভোক্তাদের পরিষেবা পেতে সুবিধা হবে।

✦ মূল দিকগুলো

* পশ্চিম বর্ধমানের জেলা শাসক দপ্তর ও পুলিশ কমিশনারেটের নতুন ভবনের উদ্বোধন।

* মোট ২৪টি প্রকল্পের উদ্বোধনে ব্যয় ১১০ কোটি টাকা।

* ২৩টি প্রকল্পের শিলান্যাসে বরাদ্দ ৫৫ কোটি টাকা।

* ২০৫ জন উপভোক্তাকে পাট্টা প্রদান।

এই উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা একদিকে যেমন প্রশাসনিক সুবিধা পাবে, অন্যদিকে সাধারণ মানুষও সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *