বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল/বর্ধমান, বাংলার জাগরন : পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নের নতুন দিশা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নবনির্মিত দপ্তর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ভবন। পাশাপাশি জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

জানা গেছে, মোট ২৪টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। এর মধ্যে জেলা শাসকের নতুন ভবন তৈরিতে খরচ হয়েছে ২৯ কোটি টাকা এবং পুলিশ কমিশনারেট ভবনে খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পোন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, জেলার বিধায়ক, পৌর প্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানে আরও ২৩টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য বরাদ্দ হয়েছে ৫৫ কোটি টাকা। একইসঙ্গে ২০৫ জন উপভোক্তাকে পাট্টা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে মুখ্যমন্ত্রী নিজে বর্ধমানের সভামঞ্চ থেকে পাট্টা দেন। বাকি পাট্টা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সালানপুর, রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বর ব্লকে স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে।
জেলা শাসক এস পোন্নাবলম জানান, নতুন ভবনের ফলে এবার জেলা প্রশাসনের প্রায় সব অফিস এক ছাতার নিচে থাকবে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে উপভোক্তাদের পরিষেবা পেতে সুবিধা হবে।
✦ মূল দিকগুলো
* পশ্চিম বর্ধমানের জেলা শাসক দপ্তর ও পুলিশ কমিশনারেটের নতুন ভবনের উদ্বোধন।
* মোট ২৪টি প্রকল্পের উদ্বোধনে ব্যয় ১১০ কোটি টাকা।
* ২৩টি প্রকল্পের শিলান্যাসে বরাদ্দ ৫৫ কোটি টাকা।
* ২০৫ জন উপভোক্তাকে পাট্টা প্রদান।
এই উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা একদিকে যেমন প্রশাসনিক সুবিধা পাবে, অন্যদিকে সাধারণ মানুষও সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।






