বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
চরন মুখোপাধ্যায়, জামুরিয়া, পশ্চিম বর্ধমান:
আসানসোলের জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা মাংস পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে এই ঘটনার জেরে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে এবং তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।

অভিযোগ, সেদিন সকালে স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী নিজে মাংস এনে রান্না শুরু করেন। রান্নার সময় মাংস থেকে দুর্গন্ধ বেরোতেই পড়ুয়াদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। এর পরেই অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। রান্নার দায়িত্বে থাকা মহিলাদের দাবি, তাঁদের রান্না করতে দেওয়া হয়নি। তবে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন তদন্তে নামে। ইতিমধ্যেই স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছেন এবং জেলা স্কুল প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেছেন, “তৃণমূল কংগ্রেসের নেতারা ভালো মাংস খাবেন, আর গরিব ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানো হবে— এটাই রাজ্যের চিত্র।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “স্থানীয় বিধায়ক হরে রাম সিং ইতিমধ্যেই এলাকায় গিয়েছেন। তিনি পুরো খোঁজখবর নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসকে রিপোর্ট দেবেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে আমরা তৎপর, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।”
এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক মহল উভয়েই নজর রেখেছে এই ইস্যুতে।






