বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা: আসানসোলের সুপরিচিত ব্যবসায়ী হরিনারায়ণ আগরওয়াল বৃহস্পতিবার সকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এমনটাই জানা গেছে স্থানীয় পরিবার সূত্রে।

ব্যক্তিগত উৎসব ও ব্যবসায়িক ক্ষেত্রর নানা প্রফেশনাল দুনিয়ার অনেকে তাঁকে দেখতেন কৌতূহল ও আনন্দের ঝলকে ভরা এক ব্যক্তিত্ব—প্রতি মুহূর্তে হাসিখুশি, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা ছিল তার স্বভাব, এমনটাই জানাচ্ছেন পরিচিতরা। রাজনৈতিক জীবনেও তাঁর সম্পর্ক ছিল দৃঢ়; সব রাজনৈতিক দল-সহ ব্যক্তিত্বেরা তাঁকে ভালোবাসতেন।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ শুক্রবারের সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পরেই তিনি আর জীবন ফিরে যেতে পারেননি।
তাঁর মৃত্যুর খবর পেয়ে শিল্পাঞ্চলের মানুষ-সহ এলাকার সাধারণ মানুষ শোকাহত হয়েছেন। শোকসন্তপ্ত পরিবারে ছেলে, পুত্রবধূ ও স্ত্রী ছাড়াও নাতি – নাতনিও রয়েছেন।








