বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল আবারও রক্তাক্ত ও আতঙ্কিত। শিল্পাঞ্চলে একের পর এক অপরাধমূলক ঘটনার জেরে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুক্রবার রাতে কুলটি থানার নিয়ামতপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন স্থানীয় ব্যবসায়ী সৈয়দ জাবেদ (৫৫ বছর)। অপরদিকে, শুক্রবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা তিন নম্বর জঙ্গলে এক যুবতীর দেহ উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিয়ামতপুরে ব্যবসায়ী খুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ামতপুরের রহমানপাড়ায় আচমকা জাবেদের উপর চড়াও হয় এবং কাছ থেকে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কুলটি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যাতে হামলার পুরো দৃশ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে চলা জমি বিবাদের জেরেই এই খুন।
ডামরার জঙ্গলে যুবতীর দেহ উদ্ধার
অন্যদিকে, শুক্রবার দুপুরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় আসানসোল দক্ষিণ থানার ডামরা তিন নম্বর জঙ্গলে। সেখানে স্থানীয়রা এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হয়েছে ওই যুবতীকে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেনসিক পরীক্ষার ফল না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। দেহটিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
আতঙ্কে শিল্পাঞ্চল
একই দিনে নিয়ামতপুরে ব্যবসায়ী খুন ও ডামরার জঙ্গলে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের কড়া পদক্ষেপ না হলে অপরাধ দমনে কোনো পরিবর্তন হবে না।
পশ্চিম বর্ধমান জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “নিয়ামতপুর হত্যাকাণ্ড এবং ডামরার ঘটনার তদন্তে আলাদা বিশেষ টিম গঠন করা হয়েছে। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”
উপসংহার
শিল্পাঞ্চলের মানুষ এখন প্রশ্ন তুলছেন—আসানসোলে কি আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে? দিনে-দুপুরে কিংবা রাতের অন্ধকারে, একের পর এক খুনের ঘটনা গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।






