বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল: টানা বৃষ্টির জেরে আসানসোল-বার্ণপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত মঙ্গলবার সকাল গড়াতেই আরও তীব্র আকার নেয়। ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও আন্ডারপাস ডুবে যায় জলের তলায়।

বার্ণপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেলের আন্ডারপাস, বিবেকানন্দ সরণীর রেলওয়ে আন্ডারপাস, হটন রোড ও দিলদার নগর এলাকার রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি বার্ণপুরমুখী প্রধান রাস্তা পর্যন্ত জলের তলায় চলে গেছে। এর ফলে সাধারণ যান চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
প্রতিদিনের মতো অফিস, স্কুল বা বাজারে বের হওয়া মানুষজনকে পড়তে হচ্ছে চরম সমস্যার মুখে। গাড়ি চলাচল প্রায় অচল হয়ে পড়েছে, আর হাঁটা পথচারীদের পেরোতে হচ্ছে কোমরসমান জল। স্থানীয়দের অভিযোগ, একটানা বর্ষণে সামান্য সময়ের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয় যা প্রশাসনের বেহাল নিকাশি ব্যবস্থার ফল।
শহরের বিভিন্ন প্রান্তে জল জমে থাকায় জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে, নইলে প্রতিবার বর্ষাতেই একই সমস্যার পুনরাবৃত্তি হবে।






