বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দক্ষিণ দিনাজপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। অভিযুক্ত গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের সায়েন্স শিক্ষক অপূর্ব সরকার, যিনি বালুরঘাটের কায়স্থপাড়ার বাসিন্দা। গত শনিবার গ্যাংটক থেকে অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় তাঁর বালুরঘাটের বাড়িতে।

তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে বালুঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে খাট ও ঠাকুরঘর থেকে উদ্ধার হয় ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে আরও ১৭ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট নগদ ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এদিন বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, গঙ্গারামপুরের এই অনলাইন জুয়া কাণ্ডে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এই জাল কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মনে করছে, অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত এই অর্থ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়েছিল। অপূর্ব সরকারের গ্রেফতার ও নগদ উদ্ধারের ঘটনায় অভিভাবক ও স্থানীয় মানুষজনও বিস্মিত।






