বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের ৩৬টি রফতানিকারক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কোটা অনুযায়ী ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। এই অনুমতি ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়ে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী—
অনুমোদিত কোটা ছাড়া কোনো অতিরিক্ত ইলিশ রপ্তানি করা যাবে না।
নির্দিষ্ট সময়সীমার মধ্যেই রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অনুমোদিত প্রতিষ্ঠান নিজেরাই রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে; অন্য প্রতিষ্ঠানের কাছে এই অনুমতি হস্তান্তর করা যাবে না।
রপ্তানি প্রক্রিয়ায় শুল্ক ও কাস্টমস কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ভারতের বাজারে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ইলিশের কদর বাড়ে।
বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিতভাবে ইলিশ রপ্তানি করলে দেশের অভ্যন্তরীণ বাজারেও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।








