বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোলের মহিশীলা পাল পাড়ায় দুর্গা প্রতিমার মুখ ভাঙা ও চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পুলিশ তদন্তে নেমেছে।

দুর্গা প্রতিমার মুখ ভেঙে চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো আসানসোল দক্ষিণ থানার মহিশীলা পাল পাড়ায়। অভিযোগ, এক যুবককে প্রতিমার মুখ ভাঙার ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয়রা বিদ্যুতের খুঁটিতে বেঁধে দীর্ঘক্ষণ মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃৎশিল্পী বাপি পালের প্রতিমা তৈরির কারখানা থেকে দুর্গা মূর্তির দুটি মুখ ভেঙে নিয়ে যায় ওই যুবক। পরে উদ্ধার হয় সেই মুখ অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বাপি পালের দাবি, ওই মুখ বানানোর বিশেষ ছাঁচ আর কারও কাছে নেই। তাই প্রতিযোগিতার কারণে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। উল্লেখযোগ্য যে, চুরি যাওয়া দুটি মুখের একটি মূর্তি সেদিনই পূজা কমিটির হাতে হস্তান্তর করার কথা ছিল।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত যুবক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও, ঠিক কী কারণে প্রতিমার মুখ ভাঙা ও চুরির ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।








