বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পানাগড় রেলপাড় এলাকায় শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে। মৃতের নাম মানিক পাল (৫২)। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিন সকালে স্থানীয়রা বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। কাঁকসা থানার পুলিশ এসে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরে প্রবেশ করতেই দেখা যায়, বাড়ির বারান্দায় মানিক পাল মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ৩-৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে এবং মৃতদেহে ইতিমধ্যেই পচন ধরেছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ এভাবে স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রেলপাড় জুড়ে।
পানাগড় রেলপাড়ে ৫২ বছরের মানিক পালের পচাগলা দেহ উদ্ধার।
প্রায় ৩-৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে অনুমান।
স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তি একাই থাকতেন বাড়িতে।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, তদন্ত শুরু করেছে পুলিশ।






