বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বাগানবাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো বরিষ্ঠ তৃণমূল নেতা নিখিল নায়েকের (৬৪) ঝুলন্ত দেহ। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত নেতা কমলপুরের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তাদের দাবি—নিখিল নায়েককে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা জানিয়ে দেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে মৃতদেহ তুলতে দেওয়া হবে না।
অভিযোগ পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ খুনের কিনারা করতে না পারলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।
উত্তেজনার মাঝেই ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। এরপরেই পরিবারের সদস্য ও এলাকাবাসীরা দেহ তুলতে দেন।
এলাকাবাসীর বক্তব্য, “নিখিলবাবু ছিলেন এলাকার ভালো সংগঠক ও জনপ্রিয় মানুষ। তাঁকে খুন করা হয়েছে বলেই আমাদের সন্দেহ।” জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে গোটা এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।






