বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল ক্লাবের ১০৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হল অত্যন্ত সাফল্যের সঙ্গে। রবিবারের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ২৮৩ জন সম্মানিত সদস্য। সভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সুভাষ চন্দ্র আগারওয়াল, যিনি দক্ষতার সঙ্গে সমগ্র কার্যক্রম পরিচালনা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন মোট ১৬ জন কমিটি সদস্য।

সভায় ক্লাবের কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক কাজকর্ম এবং প্রাক্তন সভাপতির সদস্যপদ বাতিলের প্রক্রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করেন ক্লাবের সভাপতি।
সভা শেষ হয় দেশাত্মবোধক আবহে, জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে।








