বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রেলের বোতলজাত পানীয় জলের দাম কমল। রেলওয়ে বোর্ডের নয়া বাণিজ্যিক বিজ্ঞপ্তি (নং 18/2025) অনুযায়ী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে “রেল নীর” ও শর্টলিস্টেড অন্যান্য ব্র্যান্ডের প্যাকেজড পানীয় জলের দাম হ্রাস পেতে চলেছে।

রেলওয়ে বোর্ড জানিয়েছে, আগে এক লিটার বোতলজাত জলের দাম ছিল ₹১৫, এখন থেকে তা হবে ₹১৪। একইভাবে ৫০০ মিলিলিটার বোতলের দাম ₹১০ থেকে কমে ₹৯ করা হয়েছে।

এই নির্দেশ শুধু ‘রেল নীর’-এর ক্ষেত্রেই নয়, বরং রেলওয়ে ও আইআরসিটিসি কর্তৃক অনুমোদিত অন্যান্য ব্র্যান্ডের বোতলজাত পানীয় জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে স্টেশন ও ট্রেন— দুই জায়গাতেই যাত্রীরা এই নতুন দামে জল পাবেন।
রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
ডিজিটালি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করেছেন রেলওয়ে বোর্ডের ডেপুটি ডিরেক্টর (ক্যাটারিং) অরঙ্গারাজন।







