বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রানিগঞ্জ জোনের অন্তর্গত রোটিবাটি হিন্দি উচ্চ বিদ্যালয়ে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শ্রী গৌতম মুখার্জি, কমিটির সদস্য শ্রী প্রমোদ নোনিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কার্তিক মাঝি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ বাড়িয়ে তোলেন এবং তাদের উন্নত ভবিষ্যতের কামনা করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় A গ্রুপের ছেলেদের জন্য ছিল ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, শট পুট, লম্বা লাফ, পিছনের দৌড়, এক পায়ের দৌড় এবং ব্যাঙের দৌড়ের মতো চ্যালেঞ্জিং প্রতিযোগিতা। অন্যদিকে, B গ্রুপের মেয়েদের জন্য অনুষ্ঠিত হয় চামচ-সুই দৌড়, লাফ দৌড়, ১০০ মিটার দৌড় এবং মিউজিক্যাল চেয়ারের মতো আকর্ষণীয় ইভেন্ট। প্রতিটি খেলায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহণ করে এবং বিজয়ীরা পুরস্কার অর্জন করেন।
পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অতিথিরা। পাশাপাশি, বিদ্যালয়ের শিক্ষকদের সারা বছরের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী গৌতম মুখার্জি ও সদস্য শ্রী প্রমোদ নোনিয়া তাঁদের ফুলের তোড়া, শাল ও স্মারক দিয়ে সম্মানিত করেন।
অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের নবনির্মিত সীমানা প্রাচীরেরও উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অবধেশ ভগত, রাম আশীষ সিং, মুনির শামি, দিনেশ রাম, সমীরণ কুন্ডু, সতীশ কুমার, সীমা কুন্ডু, রানু চ্যাটার্জি, চন্দন সিং, সীমা সিং, মনজিৎ কৌর, সালিনী শ্রীবাস্তব, সুলেখা মিশ্র, মমতা রাম, পূজা নোনিয়া এবং শিক্ষানবিশ প্রভা কুমার উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ।






