বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দক্ষিণবঙ্গের খ্যাতনামা গল্পকার ও সাংবাদিক স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’ প্রকাশিত হল নবমীতে। সাংবাদিক পার্থ চৌধুরী উদ্বোধন করেন বইটি। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকরা।।

দক্ষিণবঙ্গের অন্যতম সেরা গল্পকার, সাংবাদিক ও গদ্যের জাদুকর স্বপন ঘোষচৌধুরীর গল্প সংকলন ‘লেখকের চোখ হবে বাজপাখির মতো’ প্রকাশিত হল দুর্গাপুজোর নবমী তিথিতে। প্রয়াত লেখকের মেয়েদের আয়োজিত পুজোমণ্ডপে সাংবাদিক পার্থ চৌধুরী বইটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সহ তথ্য অধিকর্তা অরবিন্দ সরকার, বাচিক শিল্পী পম্পা দাশকান্ত ও ভবতোষ দাস। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন দীনেশ ঝা, সৌম্য বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ হোমচৌধুরী, অরূপ লাহা, সুজাতা মেহেরা, মুরারি মন্ডল সহ বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্য মহলের প্রতিনিধিরা।
স্বপন ঘোষচৌধুরী ছিলেন এক জনমপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক। দীর্ঘ কয়েক দশক ধরে দেশ, বসুমতী, আনন্দবাজার, যুগান্তর, সংবাদ, মুক্তবাংলা, নতুন চিঠি প্রভৃতি পত্রিকায় অসংখ্য গল্প, রম্যরচনা ও ফিচার লিখে তিনি পাঠকসমাজকে সমৃদ্ধ করেছেন। বিভিন্ন সাহিত্য গোষ্ঠীর মধ্যমণি হয়ে ওঠা এই লেখকের কলমে ধরা পড়ত এক অনন্য দৃষ্টি।
২০২০ সালে করোনা পর্বে তাঁর মৃত্যু হয় একেবারেই নীরবে। সেই সময় কোনো স্মরণসভাও আয়োজন করা সম্ভব হয়নি। তবে নবমীর এই আয়োজনের মাধ্যমে তাঁর সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক সুন্দর প্রয়াস হল।








