নিম্নচাপের বৃষ্টি উপেক্ষা করেই উচ্ছ্বাসে ভাসলো আসানসোল — কার্নিভালে সেরা কোর্ট রোড দুর্গাপুজো কমিটি, মঞ্চ মাতালেন শুভশ্রী!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নিম্নচাপের জেরে বৃষ্টির দাপট থাকলেও উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না আসানসোলের কার্নিভালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারে শুধু কলকাতাতেই নয়, জেলা স্তরেও অনুষ্ঠিত হলো দুর্গাপূজা পরবর্তী এই কার্নিভাল। শনিবার সন্ধ্যায় শহরের হৃদয়ে রঙিন সাজে শুরু হয় আসানসোল পূজা কার্নিভাল।


কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর নৃত্য পরিবেশনা। তার উপস্থিতিতে দর্শকরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মেয়র বিধান উপাধ্যায়, জেলা শাসক এস এস পোন্নমবলম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ আসানসোলের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
অংশগ্রহণ করে শহরের একাধিক পূজা কমিটি, যাদের মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী—
🥇 প্রথম স্থান: কোর্ট রোড দুর্গাপূজা কমিটি
🥈 দ্বিতীয় স্থান: আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি
🥉 তৃতীয় স্থান (যৌথভাবে): বার্নপুর নওজোয়ান ক্লাব ও অমরা-কা-জন ক্লাব (আপার চেলিডাঙা)

উজ্জ্বল আলোকসজ্জা, বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা আর বৃষ্টি ভেজা আবহের মধ্যেও দর্শকদের ভিড় প্রমাণ করল — আসানসোল কার্নিভাল এখন জেলার গর্ব, উৎসবেরই আরেক অধ্যায়!

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *