নিষিদ্ধ পল্লীর সামনে জিটি রোডে পুলিশের অভিযান: ব্রাউন সুগার সহ ধৃত মোহাম্মদ আফতাব

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান:– কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিষিদ্ধ পল্লীর সামনে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে লচ্ছীপুরের কাছে এক স্কুটি চালক যুবক মোহাম্মদ আফতাবকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার, একটি ছোট ওজন মাপার মেশিন, কয়েকটি ছোট পুড়িয়া, এবং নগদ ৩,০০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ আফতাব, সে আসানসোল ইসমাইল এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে কুলটির নিষিদ্ধ পল্লী এলাকায় মাদক সরবরাহ করতে যাচ্ছিল। গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আগে থেকেই জাল পেতে রাখে এবং যুবককে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্তের স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অনুমান, আফতাব একটি বৃহত্তর মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ পল্লীতে মাদক সরবরাহ করে আসছিল।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে অনেক দিন ধরেই গোপনে মাদক ব্যবসা চলছিল। এখন দেখার পুলিশ তদন্তে কি পায়।

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *