বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোলের রামসায়ার মাঠে প্রতিবছরের মতো এবারও নজর কেড়েছে বিশালাকার মা কালীর প্রতিমা। ৪৮ বছর ধরে ৩০ ফুটেরও বেশি উচ্চতার প্রতিমা গড়ে আসছে বিদ্রোহী সংঘ ক্লাব। শিল্পাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
ন’বছর ধরে টানা চলে এই পুজো ও মেলা। মাঠ জুড়ে বসে জমজমাট মেলা, যেখানে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি সামগ্রী, খেলনা, পোশাক, খাবার, প্রদর্শনীসহ নানা আকর্ষণ থাকে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই মেলাই তাঁদের কাছে এক উৎসবের আবহ নিয়ে আসে।

এই বছরের পুজোর উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের গঙ্গানন্দজী মহারাজ, বিশিষ্ট শিল্পপতি বিজয় শর্মা, সমাজসেবী সচীন রায়, চন্দন রায়, কাঞ্চন রায়, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, কাউন্সিলর শিখা ঘটক, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, দয়াময় রায়, সুশান্ত রায়, সুমন দাঁ, সুপ্রিয় রায়, উৎপল রায়, প্রদ্যুত রায়, সুজন দাঁ, শংকর সেন প্রমুখ। সহ বহু বিশিষ্ট অতিথি।
ক্লাবের পক্ষ থেকে উত্তম দা জানান, “প্রতিবছর পুজোর দিনগুলোতে আমাদের সদস্যরা এবং পুলিশ প্রশাসন একযোগে প্রচুর পরিশ্রম করেন ভিড় নিয়ন্ত্রণে। ভাইফোঁটা ও ছট পুজোর সময় ভিড় সর্বাধিক হয়। কারণ, এই মেলাতে এমন অনেক পণ্য বিক্রি হয় যা সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না।”
এইভাবে ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে আসানসোলের রামসায়ার মাঠ হয়ে উঠেছে শিল্পাঞ্চলের উৎসবের কেন্দ্রবিন্দু।






