বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিল আসানসোল উৎসব কমিটি। সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করে তারা ৫ লক্ষ টাকার অনুদান দিলেন দুর্গত এলাকার সহায়তার জন্য।

এই অনুদানের অর্থটি রাজ্যের আইন ও বিচারমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক শ্রী মলয় ঘটকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন আসানসোল উৎসব কমিটির প্রতিনিধিরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উৎসব কমিটির পক্ষে দীপক তলাপাত্র, অভিনব মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, কাউন্সিলর অর্জুন মাজি, মৌসুমী বোস, সৌরভ মাজি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মন্ত্রী মলয় ঘটক এই মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন —
> “আসানসোল শুধু শিল্পনগরী নয়, এটি মানবিকতার শহর। আজ উৎসব কমিটি যে দৃষ্টান্ত স্থাপন করল, তা অন্যদেরও অনুপ্রেরণা দেবে সমাজসেবায় এগিয়ে আসতে।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে বহু মানুষ গৃহহীন ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংগঠন — যার মধ্যে আসানসোল উৎসব কমিটির এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।






