বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ছট পুজো মানেই ভিনরাজ্যে থাকা হাজারো মানুষের ঘরে ফেরার উৎসব। সেই আনন্দযাত্রায় এবার একটাই চিন্তা— ছটের আগের দিন অর্থাৎ রবিবার শিয়ালদা ইন্টারসিটি বন্ধ! নিয়ম অনুযায়ী রবিবার এই ট্রেনটি চলে না, কিন্তু আগামী রবিবার (ছটের আগের দিন 26.10.25) অগণিত মানুষ ফিরবেন ঘরে, পরিবারের সঙ্গে পবিত্র এই উৎসব পালন করতে।
ফলে সাধারণ মানুষের দাবি— “এই বিশেষ দিনে রেল যেন নিয়মের বাঁধন না মানে, একদিনের জন্য হলেও চালানো হোক শিয়ালদা ইন্টারসিটি!”
স্টেশন এলাকায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে অসংখ্য যাত্রীর ভিড় ও আবেদনপত্র। অনেকে বলছেন, “রেল আমাদের অনুভূতির কথা বুঝুক। ছটের সময় বাড়ি না ফিরতে পারলে উৎসবের আনন্দই ফিকে হয়ে যাবে।”

এ বিষয়ে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব বলেন,
“চেষ্টা করে দেখা হচ্ছে। যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এখন দেখার বিষয়— রেল কি মানুষের সেন্টিমেন্টের পাশে দাঁড়িয়ে একদিনের জন্য হলেও শিয়ালদা ইন্টারসিটি চালায়? নাকি নিয়মের খাতায়ই আটকে থাকে যাত্রীদের আশা।






