বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল, শনিবার(২৬.১০.২৫):
চাঞ্চল্যকর চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত তহসিন আহমেদকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। তহসিন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের শীর্ষ নেতা শাকিল আহমেদের পুত্র। তাঁর বিরুদ্ধে প্রায় ৩৫০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে, যা গোটা আসানসোল ও আশেপাশের জেলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তহসিন আহমেদকে ১৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দির মোড় থেকে গ্রেফতার করা হয়, যখন সে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাছ থেকে আনুমানিক ৫০০ গ্রামের মতো সোনা ও রুপার গহনা উদ্ধার হয়েছে।
আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যেই মামলার তদন্তে নেমেছে। আগামী রবিবার তহসিনকে আসানসোল আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা, এই কেলেঙ্কারির সঙ্গে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে থাকতে পারে। তদন্তে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।






