বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোলের শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এসেম্বলি অফ গড (এজি) চার্চ স্কুলকে ঘিরে। স্কুলের আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সরব হয়েছে স্কুল কর্তৃপক্ষেরই একাংশ। দীর্ঘ কয়েক মাস ধরেই দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে বিরোধ চলছিল স্কুল প্রশাসনের দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিষয়টি আদালতের দ্বারেও গিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই স্কুলের সঙ্গে যুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে পুলিশ। এই ঘটনায় স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিভাবক মহলেও দেখা দিয়েছে আশঙ্কা—এই সংঘাতের জেরে তাঁদের সন্তানদের পড়াশোনায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে তারা চিন্তিত।
এরই মধ্যে এসেম্বলি অফ গড চার্চ অ্যান্ড স্কুলের পক্ষের একাংশ স্কুলের সামনেই ধরনা ও অবস্থান বিক্ষোভে বসেছে। তাঁদের অভিযোগ, আসানসোল এজি চার্চ কর্তৃপক্ষ চার্চের মূল দরজা এবং অফিস ঘর তালাবন্ধ করে দিয়েছে, ফলে তাঁরা প্রার্থনা (প্রে) ও দপ্তরীয় কাজ করতে পারছেন না। এমনকি শিক্ষক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত কাজও ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ধরনাকারীরা।
তাঁদের মূল দাবি—চার্চের দরজা অবিলম্বে খুলে দেওয়া হোক, যাতে স্বাভাবিক প্রশাসনিক কাজ ও ধর্মীয় কার্যক্রম পুনরায় শুরু করা যায়। অন্যদিকে, প্রশাসনও নিজস্বভাবে এই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এখন দেখার বিষয়, এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আসানসোলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এজি চার্চ স্কুলে স্বাভাবিক পরিস্থিতি কবে ফেরে।






