ছটপুজোর আগে আসানসোলে নিখোঁজ সাংসদ শত্রুঘ্ন সিনহা, পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তরজা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ছটপুজোর সময় নিখোঁজ! কুলটি ও বরাকর এলাকায় টাঙানো ‘নিখোঁজ সাংসদ’ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এলাকা এবং বরাকর বাসস্ট্যান্ডের কাছে এই পোস্টার দেখা যায়। কে বা কারা পোস্টার দিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।

Shri Shatrughan Sinha and family calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on January 06, 2015.

এই ঘটনায় ফের উত্তপ্ত হয়েছে আসানসোলের রাজনৈতিক মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, এই কাজ বিজেপির। অন্যদিকে বিজেপি তা অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে, তৃণমূলেরই একাংশের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটি।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেন, “পশ্চিমবঙ্গ শুধু মাইগ্রেন্ট লেবার নয়, মাইগ্রেট সাংসদ পেয়েছে।” তাঁর ইঙ্গিত ছিল আসানসোলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহার দিকেই।

পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, “বিজেপি এই ধরনের পোস্টার লাগিয়ে কোনও লাভ হবে না। তৃণমূল সবসময় মানুষের পাশে আছে—মন্ত্রী মলয় ঘটক, উজ্জ্বল চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তীসহ দলের সমস্ত নেতা ও কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।”

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *