বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল, ২৮ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আসানসোলের কল্যাণপুরে নবনির্মিত পশ্চিম বর্ধমান জেলা শাসক তথা কালেক্টরেট ভবনে আগামী ২৯ অক্টোবর বুধবার থেকে জেলা শাসকের অফিসিয়াল কাজকর্ম শুরু হতে চলেছে।

জানা গেছে, এতদিন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তর আসানসোলের কন্যাপুরে অবস্থিত এডিডিএ ভবনে (ডিএভি পাবলিক স্কুলের বিপরীতে) চলছিল। তবে প্রশাসনিক পরিকাঠামো ও জনসেবার মান উন্নত করার উদ্দেশ্যে এবার সেই দপ্তর স্থানান্তরিত করা হয়েছে নতুন কালেক্টরেট ভবনে, যার ঠিকানা — কল্যাণপুর, আসানসোল (পি.ও. রামকৃষ্ণ মিশন, পি.এস. আসানসোল নর্থ, জেলা: পশ্চিম বর্ধমান, পিন – ৭১৩৩০৫)।
নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধা, প্রশস্ত অফিস পরিকাঠামো, সভাকক্ষ ও বিভিন্ন দপ্তরের জন্য আলাদা স্থান রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের মতে, এই স্থানান্তরের ফলে জেলার বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে।






