দুর্গাপুর পুরনিগমে বড় রদবদল! ভাইস চেয়ারম্যান পদে এলেন ধর্মেন্দ্র যাদব, চেয়ারম্যান রইলেন অনিন্দিতা মুখার্জি, এবার কি আসানসোল?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুর পুরনিগমের প্রশাসনিক পরিসরে বড়সড় রদবদল করা হয়েছে। নতুন করে বোর্ড অফ ডিরেক্টরস-এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে ধর্মেন্দ্র যাদবকে। এর আগে এই পদে ছিলেন অমিতাভ ব্যানার্জি। তাঁকে এখন বোর্ডের সদস্য পদে মনোনীত করা হয়েছে।

একই সঙ্গে আগের বোর্ডের দুই সদস্য রাখি তেওয়ারি ও দীপঙ্কর লাহা—কে পুনরায় সদস্য পদে বহাল রাখা হয়েছে। অন্যদিকে, বর্তমান বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জিকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে, যা বোঝাচ্ছে প্রশাসন তাঁর নেতৃত্বে আস্থা রাখছে।

এই নতুন গঠন পুর নিগমের কাজকর্মে নতুন দিশা আনবে বলেই মনে করছেন শহরের রাজনৈতিক মহল।

Related Posts

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তিনজন আটক, ড্রোনে চলছে তদন্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুরে চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে কোনো ত্রুটি না রাখতেই এবার ড্রোন ক্যামেরার সাহায্যে…

Read more

दुर्गापुर मे प्रधानमंत्री नरेंद्र मोदी की सभा…?  18 जुलाई को बंगाल दौरे पर आ सकते हैं पीएम मोदी भाजपा कर्मियों मे भारी उत्साह…

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल : पश्चिम बंगाल मे 18 जुलाई को देश के प्रधानमंत्री नरेंद्र मोदी का एक दिवसीय दौरा होने की खबर ने बंगाल भाजपा खेमे मे…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *