বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দুর্গাপুর পুরনিগমের প্রশাসনিক পরিসরে বড়সড় রদবদল করা হয়েছে। নতুন করে বোর্ড অফ ডিরেক্টরস-এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে ধর্মেন্দ্র যাদবকে। এর আগে এই পদে ছিলেন অমিতাভ ব্যানার্জি। তাঁকে এখন বোর্ডের সদস্য পদে মনোনীত করা হয়েছে।

একই সঙ্গে আগের বোর্ডের দুই সদস্য রাখি তেওয়ারি ও দীপঙ্কর লাহা—কে পুনরায় সদস্য পদে বহাল রাখা হয়েছে। অন্যদিকে, বর্তমান বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জিকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে, যা বোঝাচ্ছে প্রশাসন তাঁর নেতৃত্বে আস্থা রাখছে।
এই নতুন গঠন পুর নিগমের কাজকর্মে নতুন দিশা আনবে বলেই মনে করছেন শহরের রাজনৈতিক মহল।








