বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া মোড় এলাকার বাসিন্দারা। রবিবার সকালে সেই ক্ষোভই ফেটে পড়ে রাস্তায়। গ্রামবাসীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভে সামিল হন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই অবরোধ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল।

অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নেই। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। অবশেষে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধে নামেন।
অবরোধে অংশগ্রহণকারী সজল মণ্ডল বলেন, “আমরা বহুবার পঞ্চায়েতে গিয়েছি, কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি। জল ছাড়া বাঁচব কীভাবে?”
অন্যদিকে, আন্দোলনকারী সোমা হাজরা জানান, “বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কষ্টে আছে। জলের জন্য সকালে-বিকেলে মাইলের পর মাইল হাঁটতে হয়। আর কতদিন?”
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনাও হয় বলে জানা গেছে।






