বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কালিপাহাড়ি অঞ্চলে আবারও অবৈধ কয়লা খাদান নিয়ে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সোমবার বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, এলাকার কোলিয়ারির এজেন্ট অফিসের কাছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা উত্তোলন চলছিল। এর জেরে প্রায়ই ঘটে ধস, বাড়িঘরে দেখা দেয় ফাটল, বিপন্ন হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা।

ফলে নিজেদের নিরাপত্তা ও বসবাসযোগ্য পরিবেশ রক্ষার দাবিতে আজ স্থানীয়রা রাস্তায় নামেন। তারা অবৈধ কয়লা উত্তোলনকারী শ্রমিক ও মাফিয়াদের সরিয়ে দেন এবং প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে কোলিয়ারি কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ আরও বাড়ে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার পর ফের নতুন করে অবৈধভাবে কয়লা উত্তোলনের উদ্দেশ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও শ্রমিক এনে কাজ শুরু করেছিল কয়লা মাফিয়ারা। কিন্তু এলাকাবাসীর তীব্র প্রতিরোধে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
কালিপাহাড়ি এলাকা অত্যন্ত সংবেদনশীল, কারণ ৫০০ থেকে ৭০০ মিটার দূরেই রয়েছে হাওড়া–নিউ দিল্লি মেন রেললাইন। এখানে ধস নামলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে অবৈধ কয়লা খাদান বন্ধে কঠোর পদক্ষেপ নিক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করুক।
গ্রামবাসীরা জানিয়েছেন — “আমরা আমাদের ঘরবাড়ি বাঁচাতে লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই আর অবৈধ কয়লা খনন করতে দেব না।
এখন দেখার বিষয়, প্রশাসন এই আন্দোলনের পর কতটা সক্রিয় ভূমিকা নেয় এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।






