বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দুর্গাপুর পৌরনিগমে ফের বড়সড় প্রশাসনিক পরিবর্তন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর তিন সদস্য — দীপঙ্কর লাহা, রাখি তিওয়ারি এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর থেকে আজই এই সংক্রান্ত চিঠি জারি হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান পদ থেকে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সদস্য করা হয়েছিল, এবং তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। এবার প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবেও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল।
এই পরিবর্তনের ফলে দুর্গাপুর পৌরনিগমের প্রশাসনিক কাঠামোয় নতুন করে ভারসাম্য স্থাপন করা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি আগের মতোই পদে বহাল রয়েছেন, তবে সদ্য প্রাপ্ত এই সিদ্ধান্তে পুরনো বোর্ডের রদবদল যে কার্যত সম্পূর্ণ হল, তা স্পষ্ট।






