বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রাজ্য নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার চারটি পুরসভায় বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। কাটোয়া, কালনা, দাঁইহাট এবং গুসকরা পুরসভায় পরিবর্তন এসেছে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে। এই সিদ্ধান্তের ফলে চার পুরসভায়ই এসেছে নতুন নেতৃত্বের হাওয়া।

কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহার জায়গায় নতুন পুরপ্রধান হয়েছেন কমলাকান্ত চক্রবর্তী। উপপুরপ্রধান পদে লক্ষিন্দর মণ্ডলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ইউসুফা খাতুন।
কালনা পুরসভার পুরপ্রধান পদে আনন্দ দত্তের বদলে দায়িত্ব পেয়েছেন রিনা বন্দ্যোপাধ্যায়। তবে উপপুরপ্রধান পদে তপন পোড়েল আগের মতোই বহাল থাকছেন।
গুসকরা পুরসভার উপপুরপ্রধান বেলি বেগমের বদলে দায়িত্ব পেয়েছেন সাধনা কোনার, তবে পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় আগের মতোই নিজের পদে বহাল আছেন।
দাঁইহাট পুরসভার পুরপ্রধান পদে পরিবর্তন হয়েছে — প্রদীপ রায়ের পরিবর্তে এখন দায়িত্বে সমর সাহা। উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় পদে বহাল থাকছেন।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধানরা খুব শীঘ্রই তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।”
এই পদক্ষেপকে প্রশাসনিক কাজের গতি বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।








