বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল: আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিতরা মোর এলাকা ও ধুরুপডাঙাল এলাকায় গণনাপত্র (Enumeration Form) বিতরণ ও সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে আজ জেলা শাসক পন্নাম্বালম এস. এবং এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য পরিদর্শনে যান।

এদিন তাঁরা স্থানীয় বাসিন্দা ও বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে কথা বলে গণনাকাজের অগ্রগতি ও সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নেন। জেলার প্রশাসনিক কর্তারা প্রত্যেক বাসিন্দার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন এবং গণনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাপত্র বিতরণ ও সংগ্রহের কাজ যাতে নির্ভুলভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ পর্যায়ের পরিদর্শন চলবে।
এই পরিদর্শনের ফলে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।






