বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রাজ্যে এই প্রথমবারের মতো শুরু হলো যাত্রী সাথী অ্যাপ-এর মাধ্যমে এম্বুলেন্স পরিষেবা। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ভি.জি. সতীশ পাসুমারথি (V.G. Satish Pasumarthi) সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আসানসোলের বিজয় পাল সরণিতে অবস্থিত পুলিশ কমিশনারের দপ্তরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, আপাতত প্রায় ১৭০টি এম্বুলেন্স এই পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই মোবাইল থেকে এম্বুলেন্স ডাকতে পারবেন।
রাতের সময় পরিষেবা দেওয়া হলে সামান্য নাইট চার্জ ধার্য করা হবে বলে জানানো হয়েছে। সমস্ত ভাড়ার হার রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়েছে।
পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, “জনগণের জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকেই পরিষেবাটি কার্যকর হচ্ছে।”
এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার নাগরিকরা দ্রুত ও স্বচ্ছ পদ্ধতিতে এম্বুলেন্স পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।






